• Skip to main content
  • Skip to primary sidebar
  • Home
  • Jobs
    • Govt. Jobs
    • Company Jobs
    • NGO Jobs
  • Education
  • Entertainment
  • News
  • Politics
  • Sports
  • Technology
  • Real Estate

Pick A Gears

Best Review Website for Your Gadget & Gears

সোনায় মোড়া প্রাসাদ-বিমান, আছে ৭ হাজার ব্যক্তিগত গাড়ি

February 15, 2021 by gear-best Leave a Comment

রাজারা সোনার চামচ মুখে দিয়ে জন্মাতেন, সোনার থালায় খেতেন-এ সব কথা অনেক শুনেছেন। কিন্তু সোনার প্রাসাদ! এ বিশ্বে এমন এক রাজা রয়েছেন তিনি বসবাসের জন্য আস্ত সোনার প্রাসাদই বানিয়ে ফেলেছেন।তিনি হলেন ব্রুনেইয়ের সুলতান হাসানল বলকিয়াহ। ১৯৮৪ সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় ব্রুনেই। সে বছরই সুলতান হাসানল বলকিয়াহ এই প্রাসাদ গড়ে তুলেছিলেন বসবাসের জন্য।ওই প্রাসাদের নাম ইস্তানা নুরুল ই’মান। তবে বলকিয়াহ রাজ পরিবারে আরও একটি প্রাসাদ রয়েছে। তার নাম হাউস অব বালকিয়াহ। ১৪ শতকে এই প্রাসাদ গড়ে উঠেছিল। কিন্তু তখন রাজপ্রাসাদের নাম হাউস অব বলকিয়াহ ছিল না।

ঠিক কবে থেকে এমন নামকরণ হয়েছে তা স্পষ্ট নয় ইতিহাসবিদদের কাছে। অনেকের মত, ব্রুনেইয়ের বর্তমান সুলতান হাসানাল বলকিয়াহের নামানুসারে এই প্রাসাদের নামকরণ হয়েছে।হাসানাল বলকিয়াহ হলেন ব্রুনেইয়ের বর্তমান সুলতান। তিনি ২৯তম সুলতান এবং দেশটির প্রধানমন্ত্রীও। তবে ইস্তানা নুরুল ই’মান প্রাসাদ বানানোর পর হাউস অব বলকিয়াহের জৌলুস কমে গেছে।সুলতান হাসানাল বিশ্বের সেরা ধনীদের মধ্যে অন্যতম। ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিন অনুসারে তার সম্পত্তির পরিমাণ দুই হাজার কোটি ডলার।

রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা সুলতান। ২০১৭ সালের ৫ অক্টোবর শাসনকালের ৫০ বছর পূর্তি উৎসব পালন করেন তিনি।সুলতানের সম্পত্তির মূল উৎস ব্রুনেইয়ের বিপুল তেল এবং প্রাকৃতিক গ্যাস। সুলতানের সোনার প্রাসাদ রয়েছে ব্রুনেই নদীর তীরে। ব্যক্তিগত বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদ এটিই। এর নামের অর্থ বিশ্বা’সের আলোর প্রাসাদ।এর নকশা বানিযেছিলেন লিয়ান্ড্রো ভি লকসিন। ইস’লাম এবং মালয় দুই রকম ঐতিহ্যের ছাপই রয়েছে এই সোনার প্রাসাদে।

সাধারণ মানুষের কাছে এই প্রাসাদ ঘুরে দেখার অনুমতি নেই। একমাত্র রমজান মাসের শেষে এক উৎসব উপলক্ষে সাধারণ মানুষ প্রাসাদে ঢুকতে পারেন এবং রমজান মাসে প্রাসাদ মু’সলিম’দের জন্য খুলে দেওয়া হয়।৩ দিন ধরে উৎসব চলে। সে সময় প্রতি বছর ১ লাখেরও বেশি দর্শক হয়। নানা রকম সুস্বাদু পদের পাশাপাশি সবুজ কাগজে মোড়া উপহারও দেওয়া হয় দর্শকদের। মূলত পরিবারের ছোটদের জন্য টাকা দেওয়া হয় উপহার হিসেবে।

এই প্রাসাদটি ২০ লাখ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। তবে প্রাসাদটি আগাগোড়া সোনায় মোড়া নয়। প্রাসাদের চূড়া ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি।অ’ত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদে সুলতান থাকেন, পাশাপাশি ব্রুনেইয়ের সমস্ত প্রশাসনিক কাজও হয় এখান থেকেই।তার জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ রয়েছে। প্রাসাদে অন্তত ১৭০০টি ঘর রয়েছে। ২৫৭টি শৌচালয় এবং ৫টি সুইমিং পুল রয়েছে।

সুলতান ৭ হাজার গাড়ির মালিক। এই ৭ হাজার গাড়িই রাখা থাকে এই প্রাসাদের গ্যারাজে। যার জন্য ১১০টি আলাদা গ্যারাজ রয়েছে। এই গাড়ির মধ্যে রয়েছে ৩৬৫টি ফেরারি, ২৭৫টি ল্যাম্বারগিনি, ২৫৮টি অ্যাস্টন মা’র্টিন, ১৭২টি বুগাটি, ৬০০ রোলস রয়েস, ৪৪০টি মা’র্সিডিজ বেনজ, ২৬৫টি অডি, ২৩৭টি বিএমডব্লিউ, ২২৫টি জাগুয়ার, ১৮৩টি ল্যান্ড রোভা’র।পোলো খেলা সুলতানের নে’শা। তাই ২২০টি পোলো ঘোড়ার জন্য একাধিক শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও রয়েছে প্রাসাদে। এমনকি সোনার পাত লাগানো ব্যক্তিগত বিমানও রয়েছে সুলতানের। সেই বিমানেরও ঠাঁই এই প্রাসাদেই।সূত্র: আনন্দবাজার।

Filed Under: Uncategorized

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Primary Sidebar

  • বাসায় যেভাবে বোঝাবেন আপনার বিয়ের বয়স হয়েছে
    বাসায় যেভাবে বোঝাবেন আপনার বিয়ের বয়স হয়েছে
    February 15, 2021
  • ‘শরম দিয়া অইবে কি, স্বামীর বিপদে পাশে না থাকলে কেমন ভালোবাসা’
    ‘শরম দিয়া অইবে কি, স্বামীর বিপদে পাশে না থাকলে কেমন ভালোবাসা’
    February 15, 2021
  • আমার মায়ের খুব কষ্ট, মাকে বাঁচাতে দুটি শিশুর করুন আকুতি!
    আমার মায়ের খুব কষ্ট, মাকে বাঁচাতে দুটি শিশুর করুন আকুতি!
    February 15, 2021
  • দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা:সাদিয়া রহমান
    দেড় মাস হলো বিয়ে হয়েছে আর সেদিন থেকেই ঘুমাতে পারিনা:সাদিয়া রহমান
    February 15, 2021
  • হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসে পালিয়ে গেলেন বর!
    হাতির পিঠে চড়ে বিয়ে করতে এসে পালিয়ে গেলেন বর!
    February 15, 2021




Categories

  • Education
  • News
  • Real Estate
  • Uncategorized
  • অন্যান্য
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিনোদন
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • স্বাস্থ্য টিপস

Copyright © 2021 · Magazine Pro on Genesis Framework · WordPress · Log in